৩১৫ টাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বালিয়াটি জমিদার বাড়ি একদিনের ডে-ট্যুর।

 

৩১৫ টাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বালিয়াটি জমিদার বাড়ি একদিনের ডে-ট্যুর।

সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়ে চলে গেলাম টেকনিক্যাল। সাভার পরিবনে চেপে বসি, গন্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভাড়া ২৫ টাকা। ৩০ মিনিটের আগেই পৌঁছে যায় ডেইরি গেট। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে বাদ সাধলো। বললাম ক্যাম্পাস ঘুরার জন্য এসেছি। এই গেট দিয়ে ঢুকা যাবে না আপনার ১নং গেইটে চলে যান। পরে ১নং গেট দিয়ে ঢুকি।

গুগল ম্যাপে ক্যাম্পাসের কিছু যায় জায়গা দেখে নিলাম। প্রজাপতি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, সুন্দরবন, মনপুরা দ্বীপ, পাখির অভায়ারণ্য। বর্তমানে ভিতরে কোন রিকশা নেই তাই হাঁটা শুরু করলাম। একদিনে পরিবার নিয়ে ঘুরার জন্য খুবই সুন্দর একটি জায়গা বিশেষ করে শীতকালে। বর্তমানে বোটানিক্যাল গার্ডেন বন্ধ এবং বটতলার সকল খাবার দোকান বন্ধ। পুরো ক্যাম্পাস ঘুরে, জোহরের নামাজে পড়ে বিশ মাইল গেটে দিয়ে বের হয়ে আসি। ঘুরতে ঘুরতে মনে হলো এখানে চার বছর কাটাতে পারলে মন্দ হতো না। গেটের বাহিরে ১০০ টাকায় দুপুরের খাবারটা সেরে নিতে পারেন।

এবার গন্তব্য মানিকগঞ্জের সাটুরিয়া। কিন্তু বিশ মাইল গেইটে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও সাটুরিয়া গামী কোন বাস পাচ্ছিলাম না। তো পাঠুরিয়া গামী বাসে চেপে বসি, ভাবলাম মানিকগঞ্জ গেলে সেখান থেকে কোন ভাবে যাওয়া যাবে। বাস হ্যালপারকে বললাম সাটুরিয়া যাব কোথায় নামলে ভালো হবে। উনি বলল আপনারা গোলড়া বাসস্ট্যান্ডে নেমে যেতে পারেন ওখান থেকে সিএনজি পেয়ে যাবেন দ্রুত যেতে পারবেন। ৪০ টাকা বাস ভাড়া দিয়ে গোলড়া বাসস্ট্যান্ডে নেমে গেলাম। ওখান থেকে সাটুরিয়া পর্যন্ত ২৫ টাকা সিএনজি ভাড়া। সেখান থেকে বালিয়াটি জমিদার বাড়ি ১০ টাকা অটো ভাড়া। আমরা তিনজন ছিলাম সিএনজি নিয়ে একেবারে বালিয়াটি জমিদার বাড়ি পর্যন্ত চলে যায়। জনপ্রতি ভাড়া পড়ে ৪০ টাকা। বালিয়াটি জমিদার বাড়ি খোলা থাকে বিকাল ৫ টা পর্যন্ত। প্রবেশের টিকেট ২০ টাকা।



জমিদার বাড়ি থেকে বের হয়ে একটি রিকশা-ভ্যানে (মানে সিস্টেম টা ভ্যানের তবে রিকশার মত বসার জায়গা) চলে আসি সাটুরিয়া। আসার পথে চোখে পড়ে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়। স্কুলটি দেখতে খুব সুন্দর। স্কুলটি মানিকগঞ্জের বালিয়াটি রাজবাড়ির জমিদার হরেন্দ্র কুমার রায় চৌধুরী কর্তৃক ১৯১৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সাটুরিয়া বাজারের কাছাকাছি আসতে রাস্তার বাম পাশে চোখে পড়ে সুন্দর একটি মসজিদ, পুরান ঢাকার তারা মসজিদের ডিজাইনের মত। পরে গুগল ম্যাপের কল্যাণে জানলাম মসজিদের নাম সদাগর পাড়া জামে মসজিদ। তবে মসজিদের ইতিহাস কিছু জানতে পারি নাই। কারো জানা থাকলে জানাবেন। ভ্যান ভাড়া ১০ টাকা।

সাটুরিয়া থেকে সরাসরি গাবতলী গামী এস বি লিংক বাস পেয়ে যাবেন। তবে আমরা দ্রুত করার জন্য। সাটুরিয়া থেকে সিএনজিতে চলে আসি কালামপুর। ভাড়া জনপ্রতি ৪০ টাকা। কালামপুর থেকে বাসে টেকনিক্যাল, বাস ভাড়া ৪০ টাকা।

মোট খরচ: ৩১৫ টাকা।


শেখ সাইদুর ইসলাম 

ঢাকা।





Comments

Popular posts from this blog

গোস্ট অফ কেটু!! পৃথিবীর সবথেকে রহস্যময় ভুতূরে পর্বতশৃঙ্গ 😮😲

কক্সবাজার সেন্টমার্টিন বাজেট ট্যুর।

কে এই ড.জাফর উল্লাহ? আসুন কিছু তথ্য ড. জাফরুল্লাহ সম্পর্কে একটু জেনে নিই।