কক্সবাজার সেন্টমার্টিন বাজেট ট্যুর।

 

আমাদের যাত্রা শুরু কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে গত ২৬-১১-২০১৯ রাত ১২ঃ৫০ মহানগর এক্সপ্রেস এর শোভন চেয়ারের টিকিট কাটা ছিল অগ্রিম।আমরা ছিলাম ৪ জন। আমাদের প্রথম গন্তব্যে কুমিল্লা টু চট্টগ্রাম  ভাড়া ৪ × ১৭০= ৬৮০ টাকা

<<প্রথম দিন>>

২৬-১১-২০১৯ সকাল ৪ঃ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছে 

ঐখান থেকে কক্সবাজারের উদ্দেশ্য প্রথম ট্রিপ ৫ঃ৩০ মিনিটে যাত্রা। চট্টগ্রাম - কক্সবাজার হানিফ পরিবহন বাস ভাড়া ৪×২৫০= ১০০০ টাকা

আমরা কক্সবাজার পৌঁছাতে সকাল ৯ টা ৩০ বেজেঁ গেল। কক্সবাজার পৌঁছে কলাতলিতে আমরা বিচের পাশে একটা ডাবল বেডের ৪ জনের জন্য রুম নিলাম।

<হোটেলের নাম ঃ Hotel 99 Bridal house

হোটেল ভাড়া ঃ ৮০০ টাকা 

লোকেশন ঃ কলাতলি পয়েন্ট। 

এইদিন কক্সবাজার, ইনানি, হিমছড়ি, সারাদিন ঘুরলাম রাতে কিছু কেনাকাটা বিচে ঘুরে হোটেলে চলে আসি। 

ইনানি হিমছড়ি অটো রিজার্ভ ৪ জনের ভাড়া নিয়েছিল আসা যাওয়া ৫৫০ টাকা।


<<দ্বিতীয় দিন

 সেন্টমার্টিন প্যাকেজঃ

কক্সবাজার থেকেই আমরা পরদিনের সেন্টমার্টিন প্যাকেজ নিলাম একটা ট্রাভেল এজেন্সি থেকে 

কক্সবাজার - টেকনাফ - সেন্টমার্টিন যাওয়া আসা গাড়ি ভাড়া লঞ্চ ভাড়া সহ প্যাকেজ জনপ্রতি ছিল ৯৫০ টাকা করে

৯৫০×৪= ৩৮০০ টাকা।

সকাল ৫ টায় আমরা টেকনাফ এর উদ্দেশ্যে রওনা হলাম টেকনাফ পৌঁছালাম ৮ টায় তারপর ৯-৩০ মিনিটে সেন্টমার্টিন এর জন্য লঞ্চ ছাড়লো সেন্টমার্টিন যাওয়ার পথের যে দৃশ্য জীবনে ভুলার মতোনয় অনেক সুন্দর। 

আমরা সেন্টমার্টিন পৌঁছাতে ১২ঃ৩০ বাজঁল সেখানে গিয়ে প্রথমে একটা রিসোর্ট নিলাম ডাবল বেডের এক রুম মেইন বিচ রিসোর্ট অনেক সুন্দর এবং নতুন রিসোর্ট সেন্টমার্টিন আসার আগে ভাবতেই পারিনি এত কম দামে রিসোর্ট পাব।


রিসোর্টের নামঃ শাহিন রিসোর্ট 

পশ্চিম মেইন বিচ অবকাশ রিসোর্ট এর সাথে

রিসোর্ট এর মালিক খুবই ভালো আন্তরিক মানুষ 

রিসোর্ট ভাড়া ঃ ৬০০ টাকা ডাবল বেড এক রুম


সেন্টমার্টিন সারাদিন ঘুরলাম সাইকেল ভাড়া নিলাম তার পর রাতে ডিনার শেষে আমরা বিচে সময় কাটিয়ে ঘুমিয়ে পড়ি।



<<তৃতীয় দিন

তার পরদিন সকাল ১০ টায় রিসোর্ট ছেড়ে দিলাম এর পর আমরা জনপ্রতি ২০০ টাকা করে ছেঁড়া দ্বীপের জন্য টিকিট কাটি ছেঁড়া দ্বীপ ২ ঘন্টা সময় কাটিয়ে আবার সেন্টমার্টিন ফিরে এসে দুপুরের খাবার খেয়ে বিদায়ের জন্য লঞ্চে ওঠে পড়ি। 

আমাদের লঞ্চ এম ভি ফারহানের একটা ইঞ্জিন নস্ট হওয়াতে আমরা আরেকটি লঞ্চ দোয়েলে সবাই ওঠে পড়ি। 

তারপর আমরা কক্সবাজার পৌঁছে কিছু কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্য রওনা হলাম। 


কক্সবাজার-ফেনি বাস স্টার লাইন সার্ভিস

ভাড়াঃ ৪০০ টাকা জনপ্রতি

ফেনি- কুমিল্লা ভাড়া ১০০ টাকা 

কক্সবাজারে দেরি হওয়াতে এভাবে আসতে হয়েছে। 

 


বিঃদ্রঃ এখানে খাবারের হিসাব দেওয়া হয়নাই, কারন একেক জনের খাবার একেক হিসাব। 

পরিশেষে বলতে চাই আমরা যেখানেই যাই কোন ধরনের ময়লা আবজর্না ফেলব না 

পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখব।।

😍Happy Travelling....😍😍


©Faruk Sharkar

Comments

Popular posts from this blog

গোস্ট অফ কেটু!! পৃথিবীর সবথেকে রহস্যময় ভুতূরে পর্বতশৃঙ্গ 😮😲

কে এই ড.জাফর উল্লাহ? আসুন কিছু তথ্য ড. জাফরুল্লাহ সম্পর্কে একটু জেনে নিই।