মাত্র ২৫ হাজার টাকা খরচ করে একা ৫ দিন ঘুরে আসতে পারেন থাইল্যান্ড থেকে😍




খরচের হিসাব ভিসার পর থেকে।

মাস দুয়েক আগে প্লেনের টিকেট কেটে রাখলে ১২ হাজারে রিটার্ন টিকেট পেয়ে যাবেন (থাই লায়ন,ব‍্যাগেজ ৭ কেজি)


ফ্লাইট হবে রাত ১.৩০ মিঃ, ফ্লাইটের দিন সব কিছু গুছিয়ে চলে যান এয়ারপোর্ট। 

৩-৪ ঘন্টা আগে যাওয়াই ভালো।


বাংলাদেশে ইমিগ্রেশনে কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারেন তাই হোটেল বুকিং সাথে রাখবেন এবং পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করে নিবেন।

* হোটেল বুকিং Booking.com থেকে নিজেই করে নিবেন পেমেন্ট ছাড়া কারন থাইল্যান্ড গিয়ে পছন্দ মতো হোটেল নিবেন।

* ডলার এনডোর্সমেন্ট যেকোনো মানি এক্সচেঞ্জ থেকে করতে পারবেন।


থাই লায়নের কাউন্টার খুললে বোডিং পাস নিয়ে ইমিগ্রেশনে চলে যান, চেষ্টা করবেন উইন্ডো সিট নিতে কারন ল‍্যান্ডিংয়ের সময় রাতের ব‍্যাংকক অসম্ভব সুন্দর।

ইমিগ্রেশনের সব ফর্মালিটিজ শেষ হলে মনিটরে চোখ রাখুন,

ইবিএল সিটি ব‍্যাংকের ক্রেডিট কার্ড থাকলে লাউঞ্জে সময় কাটাতে পারেন। সময় হলে নির্দিষ্ট গেট দিয়ে প্লেনে উঠে পরুন।


এবার আপনার উড়াল দেয়ার পালা।

সময় মতো প্লেন ছাড়লে থাই সময় ৫.৩০ মিনিটে আপনি ব‍্যাংককের ডংমেং এয়ারপোর্টে নামবেন, এখানে ইমিগ্রেশন খুবই সোজা। তবে প্রচুর ভিড় দেখতে পাবেন আপনাকে লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতে পারে।

লাইন শেষ হলে কাউন্টারে পাসপোর্ট দেয়া মাত্রই সিল মেরে দিবে। এরপর আপনি চলে যাবেন পাতায়া তবে আপনাকে এয়ারপোর্টে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ বাস ছাড়ে সকাল ৭টা থেকে।

সকাল ৭টা থেকে মোচিট বাসস্টান্ড যাওয়ার বাস পাবেন ভাড়া ২০ বাথ, মোচিট বাসস্টান্ড থেকে পাতায়া যাওয়ার বাস ছাড়ে। এখানে বলে রাখি ১ বাথ = ২.৫ টাকা।

মোচিট থেকে পাতায়া বাস ভাড়া ১৩০ বাথ সময় লাগবে ৩ ঘন্টা প্রায়। থাইল্যান্ডের অপরুপ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবেন পাতায়া।

 পাতায়া বাসস্টান্ড নেমে চলে যাবেন বিচ রোড, টুকটুক ভাড়া ২০ বাথ, টুকটুক হলো আমাদের লেগুনার মতো একটা গাড়ি।


বিচ রোডের একটু ভেতরে ৫০০ বাথ এর মধ্যে মানসম্মত হোটেল পেয়ে যাবেন, আমি ছিলাম Queen pattaya নামের একটা হোটেলে, এখানে অনেক বাংগালী খাবার হোটেল পাবেন তবে থাইল্যান্ডের স্ট্রিট ফুডগুলো অনেক সস্তা এবং মজাদার। ৩ বেলা ৫০০ বাথে খাওয়া হয়ে যাবে।


কি কি দেখবেন....

প্রথম দিনঃ বিকালটা পাতায়া বিচে কাটিয়ে দিন, সন্ধ্যা হলে চলে যান ওয়াকিং স্ট্রিট এই শহরে সারা রাত চলে মজা মাস্তি।

ওয়াকিং স্ট্রিটে যে যার মতো ইনজয় করে এখানে কেউ আপনাকে বাধা তো দেবেই না বরং পুলিশ আপনাকে পাহাড়া দিবে যাতে আপনার কোনো সমস্যা না হয় তবে যে দেশে যাবেন সে দেশের আইন কানুন অবশ্যই মেনে চলবেন। আর হ‍্যা থাই মেয়েদের থেকে সাবধান এই সুন্দরীরা কিন্তু খুব সহজেই আপনাকে পটিয়ে ফেলতে পারে 😄


২য় দিনঃ দুপুরে পরে চলে যেতে পারেন ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার, থাইল্যান্ডে প্রচুর ভাড়ায় চালিত মটরসাইকেল পাবেন ফ্লোটিং মার্কেট যেতে ভাড়া নিবে ৮০ - ১০০ বাথ, মার্কেটে এন্ট্রি ফি ২০০ বাথ।


৩য় দিনঃ সকালে বের হয়ে চলে যান কোরাল আইল্যান্ড, অসম্ভব সুন্দর জায়গা। ওয়াকিং স্ট্রিটের শেষ মাথা থেকে কোরাল আইল্যান্ড যাওয়ার শিপ ছাড়ে, বিচ রোড থেকে ৫ মিনিটের হাটা পথ, ভাড়া ৫০ বাথ।

ঘুরা শেষে একইভাবে ফিরে আসুন।


৪র্থ দিনঃ পাতায়া বাসস্টান্ড থেকে চলে আসুন ব‍্যাংকক বাস ভাড়া ১৩০ বাথ, নানা প্লাজার আশে পাশে ৫০০ বাথের মধ্যে হোটেল পাবেন, বিকালে ব‍্যাংকক ঘুরাঘুরি করে রাতে নানা প্লাজায় সময় কাটাতে পারেন ভালো লাগবে।



৫ম দিনঃ নির্দিষ্ট সময় এয়ারপোর্টে চলে যান ট‍্যাক্সি ভাড়া ৫০০ বাথ। ট্রেনেও যেতে পারেন খরচ হবে ১০০ বাথ।


খরচ

* হোটেল ভাড়া ২০০০ বাথ,

* অভ্যন্তরীণ যাতায়াত ৮৮০ বাথ

* খাবার ২০০০ বাথ

মোট ৪৮৮০ বাথ = ১২২০০ টাকা

প্লেন ভাড়া ১২০০০ টাকা

মোট খরচ ২৪২০০ টাকা।

এটা ব‍্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা।

Comments

Popular posts from this blog

গোস্ট অফ কেটু!! পৃথিবীর সবথেকে রহস্যময় ভুতূরে পর্বতশৃঙ্গ 😮😲

কক্সবাজার সেন্টমার্টিন বাজেট ট্যুর।

কে এই ড.জাফর উল্লাহ? আসুন কিছু তথ্য ড. জাফরুল্লাহ সম্পর্কে একটু জেনে নিই।