প্রবাল দ্বীপ "সেন্টমার্টিন" এর বুকেই আরেক অসাধারণ দ্বীপ


সেন্টমার্টিন, টেকনাফ।

ছেড়া দ্বীপ (Chera Dwip) যা বাংলাদেশ (বিশ্বের বৃহৎ বদ্বীপ) এর 'সেন্টমার্টিন' নামক প্রবাল দ্বীপের সর্ব দক্ষিণে অবস্থিত। সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫ কিলোমিটার দক্ষিণে ছেড়া দ্বীপের অবস্থান। সেন্ট মার্টিনের আয়তন প্রায় তিন কিলোমিটার। ২০০০ সালের শেষের দিকে ছেড়া দ্বীপটির সন্ধান পাওয়া যায়। ছেড়া দ্বীপে দেখা যায় অপরুপ প্রাকৃতিক দৃশ্য। সামুদ্রিক ঢেউ আর সারিসারি নারিকেল গাছ। প্রবাল পাথর ও পাথরের তৈরী বিভিন্ন কারুকার্য চোখে পড়বে ছেড়া দ্বীপে গেলে।

ছেড়া দ্বীপ, সেন্টমার্টিন।

 
চাঁদনী রাতে ছেড়া দ্বীপ সাজে তার অপরুপ সাজে। চাঁদনী রাতে যে কোন ভ্রমণকারীর মন ভরে যাবে ছেড়া দ্বীপের অপরুপ শোভা অবলোকন করে। ছেড়া দ্বীপের একদম উপরের দিকটাতে ভরা পূর্ণিমাতে ক্যাম্পিং করে থাকার মজাই আলাদা।

ছেড়া দ্বীপ, সেন্টমার্টিন।










সেন্টমার্টিন থেকে ভাটার সময় হেটেই চলে যাওয়া যায় ছেড়া দ্বিপে।জোয়ারের সময় আবার ছেড়া দ্বীপের সংযোগস্থল পানির নিচে ডুবে যায়।
অনেক আগের স্থানীয় মানুষ তাই এই দ্বীপ কে গায়েবী দ্বীপ ভাবতো।

মূলত ছেড়া দ্বীপের সংযোগ স্থল জোয়ার ভাটায় ভাসে আবার ডুবে যায়। 
প্রকৃতির এক অপরূপ লীলাভূমি যেন এই সেন্টমার্টিন। একবার প্রকৃতির এই কোল থেকে ঘুরে আসলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য।

রিপোর্ট: শেখ সাইদুর ইসলাম 

Comments

Popular posts from this blog

গোস্ট অফ কেটু!! পৃথিবীর সবথেকে রহস্যময় ভুতূরে পর্বতশৃঙ্গ 😮😲

কক্সবাজার সেন্টমার্টিন বাজেট ট্যুর।

কে এই ড.জাফর উল্লাহ? আসুন কিছু তথ্য ড. জাফরুল্লাহ সম্পর্কে একটু জেনে নিই।