করোনা সংক্রমণের দায় কার!!

করোনার আর রোগী খুঁজতে হবে না রোগীরাই করোনাকে খুঁজে নিচ্ছে😂😡

কিন্তু এখানে দোষটা কার?🤔সর্বপ্রথম দোষ বিজিএমইএর। গার্মেন্টস শ্রমিকদের তিন মাসের বেতন ভাতা পরিশোধের জন্য সরকার ৫ হাজার কোটি টাকা সাহায্য করেছে বিজিএমইএ'কে। তারপরেও কেন গার্মেন্টস খোলা রাখতে হবে ? আর দ্বিতীয় এখানে কি এই শ্রমিকদের দোষ কম? তাদের ছুটি দেওয়া হয়েছিল বাসায় থাকার জন্য কিন্তু তারা এটাকে ঈদের ছুটি বানিয়ে ফেলছে।
যাওয়ার সময় বলে আল্লাহ ভরসা কিছু হবে না আর আসার সময় বলে গার্মেন্টস খোলা তাই আমরা এত মানুষ একসাথে জীবনের ঝুঁকি নিয়ে ফিরতেছি। লাইক সিরিয়াসলি!!! ক্যান ভাই আপনাদের কে বলছিল বাড়িতে যায়তে ছুটি পাইয়া বাড়ি গেলেন ঝুঁকিপূর্ণ এক অবস্থা সৃষ্টি করে আবার আসার সময় পরিস্থিতি আরো ভয়াবহ। এর ফলে ঝুঁকিতে শুধু আপনারা না ঝুঁকিতে ফেললেন নিজের পরিবার, সমাজ আর দেশটাকে 😔😔তার উপরে আমাদের স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা তার উপরে স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক ব্রিফিংয়ে আমেরিকা ইতালির সাথে বাংলাদেশের তুলনা করে। আমার কথা হচ্ছে বাংলাদেশ কি আমেরিকা ইতালির একভাগ টেষ্ট করে? অথচ বাংলাদেশের এত কম টেস্ট করার পরও দেড়মাসে প্রায় সাড়ে নয় হাজার আক্রান্ত সরকারী ভাবে শনাক্ত। আর কিছু দিন পর কি অবস্থা হবে আল্লাহ তায়ালা জানেন। এর দায় আদৌ কে নিবে?? প্রশ্ন রইলো আপনাদের কাছে

Comments

Popular posts from this blog

গোস্ট অফ কেটু!! পৃথিবীর সবথেকে রহস্যময় ভুতূরে পর্বতশৃঙ্গ 😮😲

কক্সবাজার সেন্টমার্টিন বাজেট ট্যুর।

কে এই ড.জাফর উল্লাহ? আসুন কিছু তথ্য ড. জাফরুল্লাহ সম্পর্কে একটু জেনে নিই।