উনি করোনায় মারা যাননি। উনি মারা গিয়েছেন শুধু মাত্র চিকিৎসার অভাবে।


একটা চ্যারিটি গ্রুপে যুক্ত আছি সেখানে কয়েকদিন যাবত একটা আপু যোগাযোগ রাখতেছিলো,
উনার মা অনেক অসুস্থ  (করোনার উপসর্গ নেই)
কিন্তু কোনো হাসপাতাল তাকে নিচ্ছিলো না...
ভালো চিকিৎসার জন্য কোনো হাসপাতালেই পেশেন্টকে নিতে পারতেছিলো না... সবাই শুধু চায় নেগেটিভ রিপোর্ট !!

কিন্তু কাকে বুঝাবে সে  যে, টেষ্ট করার মত সৌভাগ্য তার হয়নি
শত চেষ্টার পরেও।

আইইডিসিআর কে কল করলে বলছে আমরা বাসায় এসে  স্যাম্পল নিচ্ছিনা এখন, দুইদিন আগে বন্ধ হয়ে গেছে এই নিয়ম ।
পিজি হাসপাতালে চলে যান...

পিজি হাসপাতালে গিয়ে দেখেন প্রতিদিনের এই লম্বা লাইন ধরে
এই বৃদ্ধ অসুস্থ পেশেন্টকে  কোনো ভাবেই টেস্ট করানো সম্ভব না।
আর কোনো ভাবে এই পেশেন্ট এখানে ১০ মিনিট থাকলে তিনিও করোনায় আক্রান্ত হবেন।

তাই আর টেস্ট করা হয়নি
আর তাই কোনো ভালো হাসপাতালও তাকে নেয়নি...

মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা সরকারী হাসপাতালে পেশেন্টকে নিয়ে গেলো ইমার্জেন্সিতে,  এই পরিস্থিতে এই রুগীকে তারাও দেখতে চাইছেন না... এই ব্লক থেকে সেই ব্লক
ওইখান থেকে এখানে এমন করতে করতে
যখন পেশেন্টকে হাসপাতালের ভিতরে নিতে পারলো তত ক্ষনে সব শেষ...

করোনার আগে ডাক্তারদের প্রতি একটা মনোক্ষোভ ছিল কিন্তু করোনা দেখা দেওয়ার পর মনে হয়েছিল তারাই আসল হিরো। এখন প্রতিদিন এরকম খবর শুনে মনে হচ্ছে আসলে দুএকজন ছাড়া বাকি সবাই ****😡 তারা ডাক্তারি পেশা বেছে নিয়েছে মানুষের সেবা করার জন্য না টাকা কামানোর জন্য 😡😡

আর কতো অজুহাত দিবেন আপনারা?? আর কত পিপিই এর বাহানা করবেন!! জীবনে তো কম টাকা ইনকাম করেননি বর্তমানে তো প্রাইভেট চেম্বারে ৫০০ টাকার নিজে ভিজিটের ডাক্তা্র খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তারপরও আপনারা এতই গরীব যে একটা ওয়াসএভল পিপিই কিনার ক্ষমতা আপনাদের নাই!!! আসলে দোষটা আপনাদের না দোষটা আমাদের এরকম একটা অমানবিক দেশে জন্মগ্রহণ করে। আমেরিকাতে এতো মানুষ মরার পরেও তারা আমাদের থেকে কম ভয়ে আছে কারন তারা জানে আর যাই হোক বিনা চিকিৎসায় মরতে হবে না 😔😔

তার এই মৃত্যুর দায় ভার কেউ নিবে না
অথচ সবাই দায়ী...

Comments

Popular posts from this blog

গোস্ট অফ কেটু!! পৃথিবীর সবথেকে রহস্যময় ভুতূরে পর্বতশৃঙ্গ 😮😲

কক্সবাজার সেন্টমার্টিন বাজেট ট্যুর।

কে এই ড.জাফর উল্লাহ? আসুন কিছু তথ্য ড. জাফরুল্লাহ সম্পর্কে একটু জেনে নিই।